1 to 10 January current affairs in bengali | weekly current affairs bengali | current affairs pdf in bengali




১. গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালিত হয় ? 

উত্তর - ১ লা জানুয়ারি 




২. মহারাষ্ট্রের DGP হিসাবে কে নিযুক্ত হলেন

উত্তর - হেমন্ত নাগরালে 


৩. Akash Missile System কোন দেশের তৈরি  ? 

উত্তর - ভারত 

৪. Yes Bank -র চিফ ফিনান্সিয়াল অফিসার কে নিযুক্ত হলেন ?  

উত্তর - নিরঞ্জন বনদকার 


৫. ভারতের প্রথম পরাগযোগ পার্ক তৈরি হল কোন রাজ্যে ? 

উত্তর - উত্তরাখন্ড 


৬. ২০২০ eminent engineer award কে পেলেন ? 

উত্তর - বিনোদ কুমার যাদব 


৭. সম্রতি কে "তানসেন সম্মান" পুরস্কার পেলেন ?

উত্তর - পন্ডিত সতীশ ব্যাস 

৮. কোন রাজ্য সরকার রাজ্যের মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলো ?  

উত্তর - আসাম সরকার 

৯. রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং CEO কে নিযুক্ত হলেন ?  

উত্তর - সুনীত শর্মা 

১০. Dr. K. Sivan ISRO-র চেয়ারম্যান পদে বহাল থাকলেন কতদিন ?  

উত্তর - ২০২২ সালের ১৪ ই জানুয়ারি 

১১. ভারতের ৬৭ তম দাবা গ্রান্ড মাস্টার কে হলেন ? 

উত্তর - Leon Mendonca 

১২. কোন ভারতীয় কে দক্ষিণ কোরিয়ার 'Guard of Honour' সম্মান দ্বারা সম্মানিত করা হল ?  

উত্তর - মুকুন্দ নারাভান 


১৩. কর্ণাটকের নতুন চিফ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন ?  

উত্তর - পি. রবি কুমার 


১৪. আদিবাসীদের সম্মান জানাতে কোন দেশ জাতীয় সঙ্গীতে শব্দের পরিবর্তন করলো ? 

উত্তর - অস্ট্রেলিয়া 



১৫. steel Authority of india limited (SAIL) এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ?  

উত্তর - সোমা মন্ডল 

১৬. DigiNest মোবাইল অ্যাপ লঞ্জ করলো কোন রাজ্য ?  

উত্তর - পাঞ্জাব 




১৭. Vahana Masterclass নামক বইটি কে লিখেছেন ?  


উত্তর - Alfredo Covelli


১৮. আন্তর্জাতিক ব্রেইল দিবস কবে পালিত হয় ? 

উত্তর - ৪ঠা জানুয়ারি 


১৯. এশিয়ার ধনী ব্যাক্তির তালিকায় শীর্ষস্থান কার


উত্তর - চিনের Zhong Shansha


20. উত্তরাখান্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর - রাঘবেন্দ্র সিং চৌহান


২১. "Sabarimala Vijnaanakosham" বইটি কে লিখেছেন ? 


উত্তর - কে এস বিজয়নাথ 


২২. "Bloomberg Billionaires Index 2021 এর প্রথম স্থান অধিকার কে হলেন ? 

উত্তর - জেফ বেজোস ( মুকেশ আম্বানি -১৬)


২৩. Digital Payment Index কার দ্বারা লঞ্জ করা হল ? 

উত্তর - ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক


২৪. উত্তর- পূর্ব ভারতের প্রথম " Ginger Processing Plant" তৈরী হল কোন রাজ্যে ? 


উত্তর - মেঘালয়ে 


২৫. ভারতের তৈরী "FAU-G" গেম কবে রিলিজ হবে ? 


উত্তর - ২৬-শে জানুয়ারি 


২৬. ৫১ তম ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে ? 


উত্তর - গোয়াতে 


২৭. All India Chess Federation এর প্রেসিডেন্ট কে নিবার্চিত হল ? 


উত্তর - সঞ্জয় কাপুর 


২৮. জাম্মু- কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন ? 


উত্তর - পঙ্কজ মিথাল


২৯. World’s most valuable Two wheeler company -র তকমা পেল কোন কম্পানি ?  


উত্তর - Bajaj Auto


30. National Metrology Conclave 2021 কে উদ্বোধন করলেন ? 


উত্তর - নরেন্দ্র মোদী 


৩১. ৫১তম International Film Festival of India -র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ? 


উত্তর - Pablo Cesar ( আর্জেন্টিনা) 


৩২. ৫১তম International film festival of India - র চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ? 



উত্তর - Pablo Cesar ( আর্জেন্টিনা) 


৩৩. আর্মি স্টাফের ডেপুটি চিফ কে নিযুক্ত হলেন


উত্তর - জেনারেল শান্তনু দয়াল



৩৪. All India gem & jewellery Domestic Council র নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন  ?  



উত্তর - আশীয় পেঠে



৩৫. ভারতের ব্রিটিশ হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হলেন ? 


উত্তর - Alexander Ellis



36. গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ? 



উত্তর - বিনীত কোঠারী 



৩৭. বিশ্বে CCTV Surveillance City তালিকায় প্রথম স্থান কোন শহরের ? 



উত্তর - চেন্নাই 



৩৮. এশিয়া - পেসিফিক অঞ্চলে Google Cloud হেড হিসাবে কে নিযুক্ত হলেন ? 


উত্তর - করণ বাজবা



৩৯. কেরালার প্রথম রুপান্তরকারী ডাক্তার হলেন


উত্তর - ডা.ভি এস প্রিয়া 



৪০. আমেরিকার পরবর্তী আ্যার্টনী জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন ?  


উত্তর - Merrick Garland 



41. Khelo India Ice Hockey Tournament কোথায় অনুষ্ঠিত হচ্ছে ? 



উত্তর  - লাদাখ 



৪২. All India Football Federation (AIFF) র ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন ? 



উত্তর - অভিষেক যাদব 



৪৩. ভারতের প্রথম Fire Park কোথায় তৈরি করা হল ?  


উত্তর - ভুবনেশ্বর 



৪৪. অন্ধপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন ? 



উত্তর - অরুপ কুমার গোস্বামী 



৪৫. প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়


উত্তর - ৯ই জানুয়ারি 


৪৬. US army র প্রধান চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে ?  


Ans - রাজ আইয়ার 



৪৭. Right under our Nose বইটি কে লিখেছেন  ?  



উত্তর - রামস্বামী গিরিধরণ



৪৮. সেমালিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন কে ? 


উত্তর - বীরেন্দ্র কুমার 



৪৯. বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় ? 



উত্তর - ১০ই জানুয়ারি o


50. National Youth parliament festival 2021 কবে অনুষ্ঠিত হবে ?  

উত্তর - ১২ জানুয়ারী 

Post a Comment

Previous Post Next Post