ভৌত রাশির একক unit of physical quantities general science question for comprative exam








1. ভর বা mass এর C.G.S একক কি ? 

a) কিলোমিটার 
b) গ্রাম 
c) মিটার 
d) নিউটন 


Ans - গ্রাম 


2. ভর বা mass এর S.I একক কি ? 

a) কিলোমিটার 
b) গ্রাম 
c) মিটার 
d) নিউটন 


Ans - কিলোগ্রাম 


3. সময় বা Time এর একক কি ? 

a) মিনিট 
b) ঘন্টা 
c) সেকেন্ড
d) সেকেন্ট/মিনিট 


Ans - সেকেন্ড 

4. ওজন বা Weight এর C.G.S একক কি ? 

a) ডাইন
b) গ্রাম 
c) কিলোগ্রাম 
d) নিউটন 


Ans - ডাইন




4. ওজন বা Weight এর S.I একক কি ? 

a) ডাইন
b) গ্রাম 
c) কিলোগ্রাম 
d) নিউটন 


Ans - নিউটন 


5. তাপমাত্রা এর S.I একক কি ? 

a) কেলভিন 
b) সেলসিয়াস 
c) কিলোগ্রাম 
d) নিউটন 


Ans - কেলভিন 


6. তাপমাত্রা এর C.G.S একক কি ? 

a) কেলভিন 
b) সেলসিয়াস 
c) কিলোগ্রাম 
d) নিউটন 


Ans - সেলসিয়াস 


7. আলোক দীপ্তি বা Luminous flux এর একক কি ?  

a) অ্যাম্পিয়ার
b) ক্যালরি
c) ক্যান্ডেলা
d) মোল 


Ans - ক্যান্ডেলা 



8.তড়িৎ প্রবাহমাত্রার electric current একক কি ?  

a) অ্যাম্পিয়ার
b) ক্যালরি
c) ক্যান্ডেলা
d) মোল 


Ans - অ্যাম্পিয়ার



9. বস্তুর পরিমান বা  amount of substance  এর একক কি ?  

a) অ্যাম্পিয়ার
b) ক্যালরি
c) ক্যান্ডেলা
d) মোল 


Ans -মোল


১০. লীনতাপ বা latent heat এর S.I একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) ক্যান্ডেলা
d) মোল 


Ans - জুল/কেজি 





১১. লীনতাপ বা latent heat এর C.G.S একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) ক্যান্ডেলা
d) ক্যালরি/গ্রাম


Ans - ক্যালরি/গ্রাম



১২. সরণ বা Dispalement এর একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) মিটার
d) ক্যালরি/গ্রাম


Ans - মিটার




১৩. ত্বরণ বা Acceleration এর একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) মিটার
d) মিটার/সেকেন্ড2


Ans - মিটার/সেকেন্ড2



১4. দুতি বা Speed এর একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) মিটার
d) মিটার/সেকেন্ড 


Ans - মিটার/সেকেন্ড 




১5. বেগ বা Velocity এর একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) মিটার
d) মিটার/সেকেন্ড 


Ans - মিটার/সেকেন্ড 



16. মন্দন বা Retradation এর একক কি ?  

a) জুল
b) জুল/কেজি 
c) মিটার
d) মিটার/সেকেন্ড2


Ans - মিটার/সেকেন্ড2



17. বল বা Force এর C.G.S একক কি ?  

a) জুল
b) নিউটন 
c) মিটার
d) ডাইন


Ans - ডাইন




18. বল বা Force এর S.I একক কি ?  

a) জুল
b) নিউটন 
c) মিটার
d) ডাইন


Ans - নিউটন 




19.কাজ বা Work এর S.I একক কি ?  

a) জুল
b) নিউটন 
c) মিটার
d) ডাইন


Ans - জুল






20.কাজ বা Work এর C.G.S একক কি ?  

a) জুল
b) নিউটন 
c) আর্গ
d) ডাইন


Ans - আর্গ




২১. তড়িৎ পরিমান বা electric charge  এর একক কি ? 



উত্তর - কুলম্ব




২২. বিভব পার্থ্যক্য বা electeic potential এর একক কি ? 



উত্তর - ভোল্ট 




২৩. ঘনত্ব বা Density এর একক কি ? 


উত্তর - কিলোগ্রাম / মিটার3


২৪. ভরবেগ বা Momentum এর একক কি ? 



উত্তর - কিলোগ্রাম-মিটার / সেকেন্ড 



২৫. চাপ বা Pressure এর একক কি ? 



উত্তর- পাস্কাল বা নিউটন/মি2



২৬. শক্তি বা Energy এর S.I একক কি ?  




উত্তর - জুল



২৭. শক্তি বা Energy এর C.G.S একক কি ? 



উত্তর - ক্যালোরি



২৮. তাপ বা heat এর একক কি ?  



উত্তর - জুল 



২৯. চরম চাপমাত্রা বা absolute temperature এর একক কি ? 



উত্তর - কেলভিন 



৩০. পৃষ্ঠটান বা Surface Tention এর একক কি ?  



উত্তর - নিউটন /মিটার2



৩১. রোধ বা Resistance এর একক কি ? 



উত্তর - ওহম



৩২. তড়িৎ চালক বল বা Electromotion force  এর একক কি ? 


উত্তর - ভোল্ট 



৩৩. তড়িৎ আধাণ বা electric charge এর একক কি ? 



উত্তর - কুলম্ব 



৩৪. তড়িৎ ক্ষমতা বা Electric Force এর একক কি ? 



উত্তর - ওয়াট




৩৫. তড়িৎ শক্তি বা electric energy এর একক কি ? 



উত্তর  - কিলোওয়াট / ঘন্টা 




৩৬. তেজস্ক্রিয়তা বা Radio activity  -র একক কি ?  



উত্তর  - গিজার




৩৭. কম্পঙ্ক বা Frequency এর একক কি ? 



উত্তর - হার্জ




৩৮. ক্ষমতা বা Power এর একক কি ? 



উত্তর - ওয়াট



৩৯. আবেশাঙ্ক বা Inductance এর একক কি ? 


উত্তর - হেনরি 



৪০. কৌনিক বেগ বা Angular Velocity এর একক কি ? 



উত্তর - রেডিয়ান/সেকেন্ড




৪১. চৌম্বক আবেশ বা magnetic Induction র একক কি ? 



উত্তর - গাউজ



৪২. শব্দের তীব্রতা বা Intensity of Sound র একক কি ?  



উত্তর - ডেসিবেল 



৪৩. লেন্সের ক্ষমতা বা Power of Lense র একক কি ? 



উত্তর - ডায়াপ্টার 



৪৪. সমুদ্রের গভীরতা বা Depth of Sea র একক কি ? 



উত্তর - ফ্যাদম




৪৫. জল প্রবাহের একক বা Flow of water র একক কি ? 



উত্তর - কিউসেক



৪৬. কোণ বা Radin র একক কি  ? 



উত্তর - রেডিয়ান 



৪৭. বায়ুর চাপ বা Atmospheric Pressure র একক কি ?  



উত্তর - বার




৪৮. জাহাজের গতি বা Speed of ships র একক ? 



উত্তর - নট




৪৯. চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা Megnetic Field র একক কি ? 



উত্তর - টেসলা 



৫০. চৌম্বক প্রবাহ বা Megnetic Flux র একক কি ? 




উত্তর - ওয়েবার




৫১.চৌম্বক তীব্রতা বা magnetic intensity র একক কি ?  



উত্তর - ওরস্টেড















Post a Comment

Previous Post Next Post